- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি ও টানা বর্ষণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত পাঁচ দিনে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৬০টি বসতবাড়ি এবং প্রায় ৩০০ একর ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার।
স্থানীয়রা জানায়, অষ্টমীরচর ইউনিয়নের বড়চর এলাকায় ২০টি, নয়ারহাট ইউনিয়নের উত্তর ও পূর্ব খাউরিয়ায় ১৮টি, বজরাদিয়ারখাতায় ১০টি এবং চিলমারী ইউনিয়নের শাখাহাতি ও মনতলা গ্রামে ১২টি পরিবার বসতভিটা হারিয়েছে। বাদাম, ধান ও অন্যান্য মৌসুমি ফসলের খেত নদীতে বিলীন হয়ে গেছে।
রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট কালিরকুড়া এলাকায় টি-বাঁধের দক্ষিণ অংশে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় ব্রহ্মপুত্র রক্ষা বাঁধসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। স্থানীয় চিকিৎসক লাল মিয়া বলেন, “নদীর এই ভয়াবহ ভাঙন আমাদের জীবন-জীবিকা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। স্কুল, মসজিদ, রাস্তা ও কবরস্থানও ঝুঁকির মধ্যে রয়েছে।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হচ্ছে। জরুরি সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।