- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে চুরির অভিযোগকে কেন্দ্র করে সাজিদুল ইসলাম (৩৮) নামে এক যুবক পিটিয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সাজিদুল নিজের ঘরে রাখা ৬ হাজার টাকার মধ্যে ৪ হাজার টাকা হারিয়ে গেলে প্রতিবেশী দুই যুবকের ওপর সন্দেহ করেন। এ নিয়ে স্থানীয় দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথাকাটাকাটির একপর্যায়ে রায়হান কবির (২৫) ও নুরুন্নবী (২৮) বাঁশের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।