- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরের সদর থানা রোড এলাকায় ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগে মালিকসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জয় ফার্মা ও এর পেছনের বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফার্মেসির মালিক ও আইনজীবী কিশোর কুমার সাহা, তাঁর ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রীধাম বাছার। এ সময় দোকান ও বাসা থেকে ২৩ লিটার মদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, কিশোর কুমার দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁরা দাবি করেছেন, আইনজীবী পরিচয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা হলেও কেউ সাহস করে মুখ খুলতে পারেননি।