- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | বরগুনা:
বরগুনা শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সার্কিট হাউস সংলগ্ন এ স্মৃতিস্তম্ভের বেদীতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১টার দিকে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভের নিচের অংশে তেল জাতীয় পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটির একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা চিৎকার করে বলছে, “এখন চল, চল!”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে স্মৃতিস্তম্ভে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
অন্যদিকে, একই রাতে বরগুনা–বাকেরগঞ্জ সড়কের চান্দখালী এলাকায়ও কিছু দুর্বৃত্ত আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও জামায়াতপন্থী দলগুলো সদর রোড এলাকায় সমাবেশ করছে, তবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে।