Friday, December 5, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় ভয়াবহ দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৭ শিক্ষার্থী ও এক আয়া


ছবিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৭ শিক্ষার্থী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ব্রাহ্মণবাড়িয়ায় :

ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মহিলা মাদ্রাসার সাত শিক্ষার্থী ও এক আয়া দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে একটি কাপড় নিচে পড়ে বিদ্যুতের তারে আটকে যায়। কাপড়টি আনতে গিয়ে আয়া আলেয়া বেগম (৩০) জানালা দিয়ে একটি স্টিলের পাইপ ব্যবহার করেন। পাইপটি বিদ্যুতের তারে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তীব্র শক লাগে এবং কাপড়ে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই রুমে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা দগ্ধ হন।

দগ্ধ শিক্ষার্থীরা হইয়েছেন নবীনগরের নুসরাত (১০), সিরাজগঞ্জের সাদিয়া খাতুন (৬), সদর উপজেলার রওজা আক্তার (১২), ভাদুঘরের নুসরাত (১০), জান্নাতুল মাওয়া (৮), কসবায় শিমরাইল গ্রামের উম্মে তাইসান (৫) এবং আয়া আলেয়া বেগম (৩০)।

দারুন নাজাত মহিলা মাদ্রাসার শিক্ষক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিম খান বলেন, “আটজনকেই ভর্তি করা হয়েছিল। সবাই বার্ন রোগী। ছয়জনের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে, বাকিদের এখানেই চিকিৎসা চলছে।”

এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বিদ্যুতের তার ভবনের জানালার খুব কাছে থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ভবনের চারপাশে ঝুলন্ত বৈদ্যুতিক তার ঝুঁকি তৈরি করেছে দীর্ঘদিন ধরেই। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ওই তারগুলো সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন