Monday, January 19, 2026

ফারহানা ভাটকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সালমান খান সমালোচনায়, ক্ষমা চাওয়ার দাবি


ছবিঃ বলিউড অভিনেতা সালমান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

"বিগ বস" উনিশতম মৌসুমের সঞ্চালক সালমান খান আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি এক পর্বে প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দর্শক মহলে সমালোচনার ঝড় সৃষ্টি করেছেন তিনি।

ঘটনাটি ঘটে যখন প্রতিযোগী আশনূর কৌর সালমানের কাছে অভিযোগ করেন যে, ফারহানা ভাট "নেতিবাচকতা" ছড়াচ্ছেন। এর পরই সালমান ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, "ফারহানার যখন বিয়ে হবে, তখন তার পরিবার কি বলবে? বলবে, 'এই মেয়ে তো গালিগালাজ দেয়, ঝগড়া করে, প্লেট ভাঙে—এ রকম মেয়েই তো দরকার!'... তার জীবন বরবাদ হয়ে যাবে, কারণ সে তো শান্তশিষ্ট নয়।"

সালমানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা তীব্র সমালোচনার মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এক মন্তব্যে বলা হয়েছে, "একটু স্বাধীনচেতা এবং দৃঢ় নারীদের সয় না সালমান। তিনি হিনা, গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা—এদের মতো নারীদেরও আক্রমণ করেছেন, এখন ফারহানাকেও আক্রমণ করলেন।"

আরেকজন মন্তব্য করেছেন, "এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখিনি।" এছাড়া কেউ কেউ চোখে আঙুল দিয়ে সালমানের বৈষম্যমূলক চিন্তা-ধারার সমালোচনা করেছেন, এবং প্রশ্ন তুলেছেন, "অমলকে তো এমন কিছু বলার সাহস নেই, কিন্তু ফারহানা নারী বলে তার উপর এভাবে মন্তব্য করা সহজ!"

এত বড় বিতর্ক সত্ত্বেও এখনও সালমান খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা এবং সামাজিক মিডিয়ায় প্রতিক্রিয়া জোরালো হতে থাকলেও, সালমানের শান্তি কামনা করা অনেকেই সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সরব হয়েছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন