Tuesday, October 21, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ‘জাতীয় ঐক্য’র নামে ছাত্র-জনতার সাথে প্রতারণা, হামলার তীব্র প্রতিবাদ


প্রতীকী ছবিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই সনদের আইনি বৈধতা সংক্রান্ত আন্দোলনরত 'জুলাই যোদ্ধাদের' ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলেছে, "জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা, জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।"

শুক্রবার এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এই মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, "সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে দিনের প্রথমার্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত 'জুলাই যোদ্ধাদের' ওপর হামলা চালায়, যাতে ২৭ জন গুরুতর আহত হন। এর মধ্যে ২৪ সালের জুলাই যোদ্ধা আতিকুল গাজীও আঘাতপ্রাপ্ত হন।"

এছাড়া, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের ওপর জুলাই যোদ্ধাদের সাথে অসদাচরণের অভিযোগও ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হামলাকে ন্যক্কারজনক হিসেবে উল্লেখ করে এবং এর তীব্র প্রতিবাদ জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, "১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের বিনিময়েই আজকের ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। তবে, এই সনদ স্বাক্ষরের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা একটি বিশ্বাসঘাতকতা ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা।"

সংগঠনটি দাবি করে, "এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিদের যথাযথ উপস্থিতি নিশ্চিত করা হয়নি। আমরা মনে করি, ‘জাতীয় ঐক্য’র নামে জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলের সঙ্গে সনদে সই করানো, এটি ছাত্র-জনতার সাথে বড় ধরনের প্রতারণা।"

অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি জানিয়ে বলেছে, "শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে জুলাই সনদের আইনি বৈধতা এবং 'নোট অব ডিসেন্ট' সংক্রান্ত সমস্যার সমাধান অবিলম্বে নিশ্চিত করা উচিত।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন