Tuesday, October 14, 2025

বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ সীমিত পরিসরে খুলল, পাঠদান বন্ধ থাকবে


ফাইল ছবিঃ মাইলস্টোন কলেজ (সংগৃহীত)

সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে তিন দফায় ছুটি ঘোষণা করা রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজ এবার সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল রবিবার (৩ আগস্ট) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস খুললেও পাঠদান কার্যক্রম চালু থাকবে না।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার (২ আগস্ট) গণমাধ্যমকে জানান, “বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “স্বাভাবিক জীবনে ধাপে ধাপে ফেরার অংশ হিসেবে আমরা সীমিত পরিসরে কলেজ খুলছি। শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে মানসিক স্বস্তি ফিরে পাবে। ক্লাস অবশ্যই শুরু হবে না, তবে ক্যাম্পাসে আসা-যাওয়ার সুযোগ থাকবে।”

শাহ বুলবুল জানান, “আজ শনিবার ও আগামীকাল রবিবার কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে আছেন এবং কাউন্সেলিং কার্যক্রমও চলমান। এছাড়া বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, শিক্ষার্থীরা ধীরে ধীরে হারানো ছন্দে ফিরে আসবে। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা।”

উল্লেখ্য, ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ তিন দফায় ছুটি ঘোষণা করেছিল। সর্বশেষ ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই সময় প্রশাসনিক কার্যক্রম অব্যাহত ছিল এবং দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় একটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছিল।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন