Tuesday, October 14, 2025

বিএনপির স্থগিত নেতা ফজলুর রহমান দাবি করলেন ধানের শীষ মার্কা ফিরিয়ে দিতে


ছবিঃ কিশোরগঞ্জে বিএনপির পথসভা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

কিশোরগঞ্জের ইটনায় এক পথসভায় বিএনপির স্থগিত পদপ্রাপ্ত নেতা ফজলুর রহমান ধানের শীষ মার্কা ফেরত চেয়েছেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আমি একা চাইলে হবে না, দলকেও বলতে হবে। কারণ আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে।”

সভায় ফজলুর রহমান বলেন, বিএনপি থেকে তাকে শোকজ করা হয়েছিল, যদিও তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি দাবি করেন, তিনি কখনো ধর্মের বিরুদ্ধে বক্তৃতা দেননি এবং জামায়াতে ইসলামী ছাড়া কেউ তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করতে পারে না।

ফজলুর রহমান জামায়াতে ইসলামী সমালোচনা করে বলেন, তারা সুফিবাদের অনুসারীদের হত্যা করতে চায় এবং তার নামে মিথ্যাচার ছড়ায়। তিনি আরও জানান, আগামি নির্বাচনে এটি তার শেষ প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তিনি ধানের শীষ মার্কায় নির্বাচন করতে চান।

সভা শেষে মিছিলটি ইটনা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ফজলুর রহমান মিছিলের নেতৃত্ব দেন, আর তার স্ত্রী জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুমও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৬ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন