Tuesday, October 14, 2025

বিএনপির বার্ষিক আয় সাড়ে ১৫ কোটি টাকা, নির্বাচন কমিশনে জমা পড়ল হিসাব


ছবি: বিএনপির নেতাকর্মীরা (সংগৃহীত)

২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত অর্থবছরে মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। বছরের শেষে দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এই হিসাব জমা দেয়।

ইসিতে জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারাই আবার নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। এসব মোকাবিলার দায়িত্ব সরকারের।”

তিনি আরও বলেন, “জনগণ প্রত্যাশা করছে, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে বর্তমান নির্বাচন কমিশন। বিগত ১৫ বছরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার মানুষ ভোট দেওয়ার সুযোগ চায়।”

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে বিএনপি নেতা বলেন, “পূর্বের নির্বাচন কমিশনে মেরুদণ্ডহীন ব্যক্তিদের নিয়োগ দিয়ে বারবার ভোট ডাকাতি করা হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫১টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় কমিশন এ বছর ৫০টি দলকে আয় ও ব্যয়ের বার্ষিক হিসাব জমা দিতে বলেছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর এ ধরনের আর্থিক স্বচ্ছতা ও বার্ষিক হিসাব জমা প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবায়ন ও নিরীক্ষা প্রক্রিয়ার যথাযথ কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন