- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। দলটির এ দিবসকে ঘিরে সাত দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও উদ্দেশ্য শীর্ষক আলোচনা সভা। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীরাও উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একই দিনে সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালির আয়োজন থাকবে। পরদিন ২ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও জানানো হয়েছে, জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার ও প্রচারণা কার্যক্রম চালানো হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন থাকবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।