- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জামালপুরের রাজনীতিতে চমক সৃষ্টি করে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. দৌলতুজ্জামান আনসারী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।
দৌলতুজ্জামান জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কৃষক দলের কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেন। তাঁর হঠাৎ পদত্যাগে দলীয় সহকর্মীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতুজ্জামান বিএনপির মনোনয়ন নিয়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিলেন। ইতোমধ্যে এলাকায় পোস্টারও লাগান তিনি। কিন্তু মনোনয়ন নিয়ে দলের ভেতরে অনিশ্চয়তা দেখা দেওয়ার পর তিনি দলবদলের সিদ্ধান্ত নেন বলে ধারণা রাজনৈতিক মহলের।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর বলেন, “তিনি পদত্যাগ করেছেন—এ কথা শুনেছি। তবে একজন নেতার দলত্যাগে বিএনপির স্থানীয় সংগঠন কিংবা জাতীয় নির্বাচনী প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল জানান, দৌলতুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছিল। তিনি বলেন, “তিন–চার মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিলেন।”
দৌলতুজ্জামানের বক্তব্য জানতে তাঁর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।