Sunday, January 11, 2026

বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের পিতা হৃদরোগে আক্রান্ত


ছবিঃ সংগৃহীত

PNN রিপোর্ট | খুলনা :

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন–বিএফইউজে’র সহকারী মহাসচিব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক এহতেশামুল হক শাওন-এর পিতা শেখ ইয়াকুব আলী (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোড এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ ইউনুস আলী-এর তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে সাংবাদিক এহতেশামুল হক শাওন-এর পিতার সুস্থতা কামনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ দোয়া ও শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনাসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এহতেশামুল হক শাওন দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন। তার পিতার এই অসুস্থতায় খুলনার সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মহান আল্লাহর কাছে শেখ ইয়াকুব আলীর দ্রুত সুস্থতা কামনা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন