- ১৩ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ফাউন্ডেশন ইউনিয়নের (বিএফইউজ) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা কিছুক্ষণ আগে পরলোকগমন করেছেন। মৃত্যুর খবরটি পাওয়া মাত্রই পরিবারের সদস্য, সহকর্মী, সাংবাদিক মহল ও পিএনএন গভীর শোক প্রকাশ করেছে।
এহতেশামুল হক শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পিতার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।" পরিবার ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ও সাংবাদিক মহল এই খবর শেয়ার করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। জানানো হয়েছে, শীঘ্রই জানাজা ও দাফনের সময়সূচি পরিবার থেকে জানানো হবে।