Tuesday, January 13, 2026

ইরানের সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা হাজারে পৌঁছতে পারে: জাতিসংঘ ও সংবাদ সংস্থার রিপোর্ট


ছবিঃ ইরানের সরকারবিরোধী আন্দোলনের (সংগৃহীত । বিবিসি নিউজ)

আন্তর্জাতিক ডেস্ক: PNN

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন অভিযানে নিহতের সংখ্যা এখন হাজারের কাছাকাছি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি পারসিয়ান সংবাদদাতা জিয়ার গোল এবং রয়টার্সের সূত্রের বরাতে জানা গেছে, এবারকার দমন অভিযান “অতীতের তুলনায় সম্পূর্ণ অভূতপূর্ব”।

জিয়ার গোল জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, “নিহতদের সংখ্যা হাজারের মধ্যে হতে পারে।” রয়টার্সের প্রতিবেদনে এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলছেন, নিহতের সংখ্যা প্রায় ২,০০০ জনের মতো হতে পারে। এই সংখ্যায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকরা অন্তর্ভুক্ত। কর্মকর্তা নিহতদের জন্য “সন্ত্রাসীদের” দায়ী করেছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “রিপোর্ট অনুযায়ী শত শত মানুষ নিহত এবং হাজার হাজারকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্য আমাদের নিজস্ব বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া গেছে।”

একই সময়ে এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, তাদের অনুমান অনুযায়ী প্রায় ৬৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আরও হাজার হাজার আহত হয়েছেন।

ইরানের সরকার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর কাজকে সীমিত করেছে এবং গত পাঁচ দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে। এ কারণে সঠিকভাবে নিহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই ধরণের তীব্র দমন অভিযান দেশের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে একটি নতুন সংকট তৈরি করছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন