Tuesday, October 14, 2025

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার চীন সফর: এফডিআইয়ে গতি ফেরানোর চেষ্টা


ছবিঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর (সংগৃহীত )

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি মাসের তৃতীয় সপ্তাহে বিনিয়োগের সন্ধানে চীন সফর করবে।

জানা গেছে, বিডার এই প্রতিনিধিদল চীনের চারটি প্রধান বাণিজ্যিক শহর – বেইজিং, সাংহাই, হংকং ও গুয়াংজু – সফর করবেন। সেখানে তারা মূলত চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী বিনিয়োগকারী খুঁজতে যাবেন।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এই সফরকে সফল করতে চীনা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। তবে, ঠিক কতজন বিনিয়োগকারী ও ব্যবসায়ীর সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, দীর্ঘদিন ধরে এফডিআইয়ের গতি শ্লথ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে, যা এর আগের বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) ছিল ১২৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার।

গত জুনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি দল নিয়ে ঢাকা সফর করেন। ওই প্রতিনিধিদলে চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি ছিলেন। সেই সফরের আগে বিডার পক্ষ থেকে কিছু চীনা বিনিয়োগের ঘোষণার প্রত্যাশা করা হয়েছিল। চীনা প্রতিনিধিদল ঢাকায় অবস্থানকালে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছিলেন যে, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে কিছু বিনিয়োগ আসবে। একইসঙ্গে তিনি এও বলেছিলেন যে, বিনিয়োগ নিয়ে আসা একটি দীর্ঘ প্রক্রিয়া।

বিদেশি বিনিয়োগ আনার প্রসঙ্গে অর্থনীতিবিদ মাহফুজ কবির সংবাদ মাধ্যমকে বলেন, “চেষ্টা করলে বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক দেরি করে ফেলেছে। এ সরকারের তো প্রায় এক বছর হয়ে যাচ্ছে। এ অবস্থায় কিছু উল্লেখযোগ্য অগ্রগতির দরকার ছিল। একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে। চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এখন জ্বালানির দাম অনেক বেশি, সুদের হারও অনেক বেশি। চীন বাংলাদেশ নিয়ে ইতিবাচক। তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়, বিনিয়োগ করতে চায়। বাংলাদেশকে যেটা করতে হবে, তাদের ভালো প্যাকেজ দিতে হবে যাতে তারা আগ্রহী হয়।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন