Friday, December 5, 2025

বিদায়ের আগে ব্যতিক্রমী অনুরোধ: নিজের ব্যর্থতা জানতে চান নেত্রকোনার এসপি সায়েম মাহমুদ


ছবি: মতবিনিময় সভায় নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিদায়ের শেষ রাতে শোনা গেল এক ব্যতিক্রমী অনুরোধ নিজের প্রশংসা নয়, বরং জানতে চান তাঁর ব্যর্থতার কথা। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষকে তিনি আহ্বান করেন তাঁর ভুলগুলো চিহ্নিত করতে।

সভায় উপস্থিত অনেকেই তার এই অনুরোধে মুহূর্তের জন্য নীরব হয়ে পড়েন। কেউ সরাসরি কোনো দোষ নির্দেশ করতে পারেননি। বরং বক্তারা তার সততা, নিরপেক্ষতা, মানবিকতা ও কর্তব্যপরায়ণতার প্রশংসা করে বলেন মির্জা সায়েম মাহমুদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন দৃঢ়তার সঙ্গে এবং মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের এক নেতার ভাষায়, “অস্ত্র, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে তিনি ছিলেন কঠোর, আর একই সঙ্গে অসহায় মানুষের পাশে ছিলেন আন্তরিকভাবে।”

সংস্কৃতিকর্মী ও কবিরা বলেন, কোনো সংকট দেখা দিলেই তিনি সরাসরি现场ে গিয়ে পরিস্থিতি সামাল দিতেন। সাধারণ মানুষের অভিযোগ শুনতে অফিস সময়ের বাইরেও তিনি ছিলেন সবসময় প্রস্তুত।

তবে এত প্রশংসায় বিব্রত এসপি সায়েম মাহমুদ নিজেই তুলে ধরেন নিজের সীমাবদ্ধতার কথা। তিনি বলেন,
“আমার দায়িত্বকালীন কয়েকটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারা আমার ব্যর্থতা। বিশেষ করে শিশু হত্যার ঘটনাটির পুরো সমাধান করতে পারিনি, যদিও অগ্রগতি হয়েছে।”

তিনি আরও বলেন, “নেত্রকোনা শান্তিপ্রিয় জেলা। সব সমস্যার সমাধান করতে না পারলেও ন্যায়বিচার দিতে চেষ্টা করেছি। নাগরিকের কথা শুনতে কখনও সময় বেছে নিইনি। দায়িত্ব পালন করেছি সৎ চেষ্টা ও বিশ্বস্ততা নিয়ে।”

সভায় উপস্থিতরা জানান, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আত্মসমালোচনামূলক অবস্থান তাঁদের মনে শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনিক বদলির অংশ হিসেবে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন খাগড়াছড়িতে। বিদায়ের আগে নেত্রকোনার মানুষের ভালোবাসাকেই তিনি নিজের “সবচেয়ে বড় অর্জন” বলে উল্লেখ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন