Friday, December 5, 2025

বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ী খোকনকে কুপিয়ে হত্যা, আহত এক


ছবিঃ নিহত ব্যবসায়ীর হাবিবুর রহমান খোকন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বগুড়া:

বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান খোকন (৩৮)। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। হামলায় অপর একজন আহত হয়েছেন, যার নাম বাঁধন (২৬)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকন ও তার সঙ্গী বাঁধনকে প্রথমে সাতমাথা-তিনমাথা সড়ক থেকে একটি মোটরসাইকেলে করে সেউজগাড়ি পালপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। হামলায় বাঁধন গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, মাথার টুপি ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, "এখনো হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি এবং শীঘ্রই আসল কারণ জানানো হবে।"

নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি আগে শহরের কানুচগাড়ি এলাকায় হোটেল ব্যবসা করতেন, বর্তমানে ইট ও বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আহত বাঁধনও বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন