Tuesday, October 14, 2025

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী শ্রদ্ধাঞ্জলি


ছবি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখকে (সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক | PNN:

আজ জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখকে। ১৯৭১ সালের এই দিনে যশোরের ছুটিপুর গ্রামে মুক্তিযুদ্ধে শত্রুর মোকাবিলায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি। আজ তাঁর ৫৪তম শাহাদাত বার্ষিকী।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেশখালী গ্রামে জন্ম নেন নূর মোহাম্মদ শেখ। দারিদ্র্য ও শৈশবে অভিভাবকহীন হওয়ার পরও সাহসিকতা ও দৃঢ় মনোবল তাঁকে দেশমাতৃকার জন্য সর্বোচ্চ ত্যাগের পথে এগিয়ে দেয়। ১৯৫৯ সালে তিনি ইপিআরে যোগ দেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় যশোর সেক্টরে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।

৫ই সেপ্টেম্বর ১৯৭১ সালে ছুটিপুর যুদ্ধে তিনি আহত সহযোদ্ধাকে রক্ষা করতে গিয়ে নিজে মারাত্মকভাবে আহত হলেও লড়াই চালিয়ে যান। সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুপক্ষকে প্রতিহত করেন। অবশেষে পাকিস্তানি সেনারা নির্মমভাবে তাঁকে হত্যা করে। পরে মুক্তিযোদ্ধারা তাঁর দেহ উদ্ধার করে শার্শার কাশিপুরে সমাহিত করেন।

বাংলাদেশ সরকার তাঁর বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

আজকের প্রজন্মের জন্য নূর মোহাম্মদ কেবল এক শহীদের নাম নয়, বরং এক অনন্য প্রেরণা—যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন নিঃস্বার্থ ভালোবাসায়।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন