- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
যুক্তরাষ্ট্রের সফররত বাণিজ্য প্রতিনিধিদল আশ্বাস দিয়েছে, বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাণিজ্য ঘাটতি কমলে হ্রাস করা হতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন সাংবাদিকদের জানান, আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত পাল্টা শুল্ক কমানোর সম্ভাবনা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। আমাদের পণ্য ও কেনাকাটার অগ্রগতি পর্যবেক্ষণ করেছি, যা সন্তোষজনক।” বৈঠকে বিশেষভাবে কৃষি ও জ্বালানি পণ্য কেনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ ও অগ্রগতি আলোচনা করা হয়।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, গত অর্থবছরে বাংলাদেশের তুলা আমদানি ৬০০ মিলিয়ন ডলার ছিল, চলতি বছরের দুই মাসে ২৭৬ মিলিয়ন ডলার হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম কিনে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শুল্ক হ্রাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সময় জানানো হবে। বৈঠকে বোয়িং-এর বিমানের দীর্ঘমেয়াদী ক্রয়ও আলোচনার অংশ ছিল, যা বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হিসেবে বিবেচিত হবে।