- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করেছে বাংলালিংক। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ভয়েস ওভার ওয়াই-ফাই’ (VoWiFi) সেবা, যার মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর না করে শুধু ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে কল করতে পারবেন।
বাংলালিংকের পক্ষ থেকে আজ (৪ সেপ্টেম্বর) জানানো হয়েছে, এই সেবার মাধ্যমে গ্রাহকরা এমন এলাকায়ও কল করতে পারবেন যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা নেই, কেবলমাত্র স্থিতিশীল ওয়াই-ফাই সংযোগ থাকলেই পর্যাপ্ত। এছাড়াও, ভিও-ওয়াই-ফাই কলের খরচ সাধারণ মোবাইল কলের সমান হবে এবং কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, “ভিও-ওয়াই-ফাই সেবা গ্রাহকদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ যোগাযোগের সুযোগ তৈরি করবে। এটি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”
বাংলালিংক জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর নির্বাচিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বে ঢাকা ও চট্টগ্রামে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ধাপে ধাপে সারাদেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।