- ১২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এবং এই দেশের মানুষই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রকৃত পরিবার, সত্তা ও অস্তিত্ব। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা এবং আন্তর্জাতিক অঙ্গনের সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান তাঁর মায়ের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। তিনি লেখেন, সর্বশক্তিমান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং এ শোক মেনে নেওয়া তাঁদের জন্য অত্যন্ত কঠিন।
তারেক রহমান লেখেন, খালেদা জিয়া ছিলেন কারও কাছে আপসহীন নেত্রী, কারও কাছে দেশনেত্রী, আবার অনেকের কাছে গণতন্ত্র ও মাতৃভূমির প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এমন এক দিকনির্দেশককে হারাল, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পথচলায় অনন্য ভূমিকা রেখে গেছেন।
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, তাঁর কাছে খালেদা জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন স্নেহশীল ও আত্মত্যাগী মা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশ ও মানুষের কল্যাণে। স্বৈরতন্ত্র, দমননীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান।
পোস্টে তিনি আরও লেখেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে বারবার কারাবরণ, চিকিৎসা বঞ্চনা ও নানা ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি কখনো ভেঙে পড়েননি; বরং সাহস, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে পরিবার ও সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন।
তারেক রহমান বলেন, দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়া আপনজন হারিয়েছেন। তাই দেশ ও দেশের মানুষই হয়ে উঠেছিল তাঁর পরিবার। জনসেবা, ত্যাগ ও আন্দোলনের যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
সবশেষে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন। খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ, ভালোবাসা ও বিশ্বব্যাপী শ্রদ্ধায় তিনি ও তাঁর পরিবার গভীরভাবে কৃতজ্ঞ বলে জানান।