- ১২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার দিন আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে জাতির শোকের অংশ হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জানাজার দিন সরকারি ছুটি থাকবে।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, আজ পুরো জাতি গভীর বেদনা ও শোকের মধ্যে রয়েছে। দেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান নেতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে মরহুমার পরিবার, সহকর্মী এবং অসংখ্য অনুসারীর প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করা হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতার ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান বারবার জাতিকে নতুন পথের সন্ধান দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল ছিলেন। তাঁর মতো একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন শোকের এই সময়ে শান্ত, সংযত ও ঐক্যবদ্ধ থাকেন। তিনি বলেন, জানাজা ও অন্যান্য শোকানুষ্ঠান পালনের সময় শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার সুযোগ যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতিকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার তৌফিক দেওয়ার প্রার্থনা জানান।