Tuesday, October 14, 2025

বাংলাদেশের নির্বাচন ও সরকার গঠন অভ্যন্তরীণ বিষয়, বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে:ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত


ছবি: চীনের রাষ্ট্রদূত (সংগৃহীত)

বাংলাদেশের নির্বাচন ও জাতীয় সরকার গঠনের বিষয়টি দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন কবে হবে, কিংবা জাতীয় সরকার গঠন হবে কি না—এসব পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে—এ বিষয়ে চীনের দৃঢ় বিশ্বাস রয়েছে।”

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, “বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা বিষয়।”

চীনা যুদ্ধবিমান দুর্ঘটনা ও তদন্ত:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে সম্প্রতি সংঘটিত চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ শুরু করেছে। খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা সফর করবে এবং যৌথভাবে তদন্ত পরিচালনা করবে।”

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের অবস্থান:

রোহিঙ্গা ইস্যুতে চীন দীর্ঘদিন ধরেই ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষের সঙ্গেই সমন্বয় করছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য এখনও উপযুক্ত নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন