Tuesday, October 14, 2025

বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি ৩০০ শতাংশ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন


ছবিঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশে চীনের বিনিয়োগ গত বছর থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

শেখ বশির উদ্দিন আরও বলেন, “আমাদের দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিং ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগালে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনও পিছিয়ে।”

এছাড়া তিনি সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতার আবেদন জানান। উপদেষ্টা বলেন, “প্রতিবছর সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। এ ক্ষেত্রে সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য চীনের সহযোগিতা কামনা করেছি।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন