Tuesday, October 14, 2025

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত


ছবিঃবারি উদ্ভাবিত শস্য মাড়াই যন্ত্র (সংগৃহীত: নিউজ২৪)

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী আজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সকালে কৃষি গবেষণা কেন্দ্র এই প্রদর্শনীর আয়োজন করে।

এই প্রদর্শনীতে জেলার শতাধিক কৃষককে বারির উদ্ভাবিত বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে ছিল ধান ঝাড়াই যন্ত্র, আমসহ অন্যান্য ফল শোধন যন্ত্র, বাদাম মাড়াই যন্ত্র এবং ভার্মি কম্পোস্ট সার আলাদাকরণ মেশিন। আয়োজকরা জানান, কৃষিতে যান্ত্রিকরণের ব্যবহার ফসলের উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং কৃষকদের জন্য লাভজনক। তাই দেশীয় কৃষি যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিদেশি যন্ত্রের ওপর নির্ভরতা কমানোই কৃষি গবেষণার মূল লক্ষ্য।

প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শেখ মো. মোবারক হোসেন। এছাড়াও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল হুদা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ দিবেন্দ্র চ্যাটার্জী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন