Tuesday, October 14, 2025

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত, ২৯ জন আহত


ছবিঃআত্মঘাতী হামলা (সংগৃহীত: নিউজ২৪)

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সামরিক বাহিনীর সদস্য এবং বাকি ১৯ জন বেসামরিক নাগরিক। এএফপি'র এক প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, "একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৩ জন সেনা নিহত হন এবং ১০ জন সেনা সদস্য আহত হন।" তিনি আরও যোগ করেন, "এই বিস্ফোরণের ফলে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।"

জেলার একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় উদ্ধার কার্যক্রমে সময় লেগেছে।

উল্লেখ্য, এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা অব্যাহত রয়েছে, যেখানে উভয় দেশের মধ্যে নিয়মিত সংঘর্ষ ও গোলাগুলি চলছে। প্রাথমিকভাবে এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন