- ১৩ অক্টোবর, ২০২৫
মানব রক্তের একটি নতুন গ্রুপের সন্ধান পেয়েছে ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থা ‘দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট’। গোয়াডা নেগেটিভ নামের এই নতুন রক্তের গ্রুপটি ক্যারিবীয় দ্বীপ গুয়াদেলুপের একজন ফরাসি নারীর শরীরে পাওয়া গেছে। প্রায় ১৫ বছর আগে সংগৃহীত একটি রক্তের নমুনা বিশ্লেষণ করে এই বিরল গ্রুপটির খোঁজ মিলেছে। চলতি মাসে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন আনুষ্ঠানিকভাবে এটিকে নতুন রক্তের গ্রুপ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে ক্যারিবীয় দ্বীপ গুয়াদেলুপ থেকে আসা এক ফরাসি নারীর অস্ত্রোপচারের আগে তার রক্ত সংগ্রহ করা হয়েছিল। সেই রক্ত পরীক্ষা করেই গোয়াডা নেগেটিভ নামের এই নতুন রক্তের গ্রুপের সন্ধান পাওয়া যায়। দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের বিজ্ঞানী থিয়েরি পেয়ারার্ড এই নতুন গ্রুপ শনাক্তের বিষয়ে জানান, ২০১১ সালে ওই নারীর রক্তে একটি বিরল অ্যান্টিবডি শনাক্ত করা হয়েছিল। তবে সে সময় রক্তের তথ্য বিশ্লেষণ করতে বিলম্ব হয়। এরপর ২০১৯ সালে ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে একটি বিরল জেনেটিক মিউটেশন ধরা পড়ে।
সাধারণত মানুষের রক্তের গ্রুপকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয় – এ, বি, এবি এবং ও, যা আবার পজেটিভ ও নেগেটিভ এই দুটি উপভাগে বিভক্ত। তবে মানব রক্তের গ্রুপ আসলে আরও অনেক জটিল। বিজ্ঞানীদের ধারণা, কোনো বিরল রোগের কারণেই ওই নারীর শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মা-বাবা উভয়ের কাছ থেকে পরিবর্তিত জিন বহন করছেন।
উল্লেখ্য, প্রথম রক্তের গ্রুপ প্রায় এক শতাব্দীরও বেশি সময় আগে শনাক্ত করা হয়েছিল। জেনেটিক সিকোয়েন্সিংয়ে সাম্প্রতিক অগ্রগতির ফলে নতুন নতুন এবং বিরল রক্তের গ্রুপ আবিষ্কারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা মানব রক্তের জটিলতা সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও প্রসারিত করছে।