- ১৪ অক্টোবর, ২০২৫
পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্প ও কৃষি খাতের কাঁচামাল আমদানি সহজ করার জন্য আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল আমদানি যেখানে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট ব্যবহৃত হয়, সেখানে পূর্বে ১৮০ দিনের মধ্যে মূল্য পরিশোধের নিয়ম ছিল। কেন্দ্রীয় ব্যাংক এই সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করেছে। এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।
এ পদক্ষেপের ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানিকারকরা বিলম্বিতভাবে মূল্য পরিশোধ করতে পারবেন, যা ব্যবসায়িক কার্যক্রমের উপর চাপ কমাবে। তবে, রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানি করা পণ্যে এই সুবিধা প্রযোজ্য হবে না।
কেন্দ্রীয় ব্যাংক দেশের সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারের প্রধান কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা প্রেরণ করেছে। এতে ব্যবসায়ীরা সহজে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি করতে সক্ষম হবেন।