- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | বান্দরবান:
বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিভিন্ন গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস ও প্রশিক্ষণে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার এ তথ্য জানায়।
২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী পরিচালিত অভিযানে রেংতেলাং পাহাড়ে কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটি শনাক্ত করা হয়। সেখানে কেউ পাওয়া না গেলেও কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, সামরিক পোশাক, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ এবং কৌশলগত স্থাপনাগুলো দখলে নেওয়া হয়েছে।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। কেএনএ ২০২২ সালে আত্মপ্রকাশ করে এবং রুমা, রোয়াংছড়ি, থানচি ও রাঙামাটির বিলাইছড়ি এলাকায় কার্যক্রম চালাচ্ছে।