Tuesday, October 14, 2025

বাকৃবি ছাত্রদলের সাফল্য: দেশের নদীনির্ভর উন্নয়নে নতুন দিগন্ত


ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সেগমেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বাকৃবি শাখা  ছাত্রদলের আহ্বায়কের টিম ‘বিএইউনোভা (BAUNova)’ সেকেন্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতার বাকৃবি সেগমেন্টের জন্য প্রতিপাদ্য বিষয় ছিল— “কৃষি, পানি ও উন্নয়নের পথরেখা: বেঙ্গল ডেল্টার পুনরূদ্ধার।”

এসময় টিম ‘বিএইউনোভা’ উপস্থাপন করে “সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনা নীতি: বেঙ্গল ডেল্টার পুনরূদ্ধার” শীর্ষক প্রস্তাব। এতে নদী অববাহিকা ভিত্তিক কৃষি, পানি ও প্রাকৃতিক সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল বঙ্গডেল্টা গঠনের রূপরেখা তুলে ধরা হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান টিমের নেতৃত্ব দেন। 

এ বিষয়ে তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ এর বাকৃবি সেগমেন্টে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিম  BAUNova সেকেন্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আনন্দিত  উপস্থাপিত নীতির  মাধ্যমে দেশের নদীনির্ভর উন্নয়ন ভাবনাকে নতুনভাবে তুলে ধরতে পেরেছি। এই সাফল্য আমাদের ভবিষ্যৎ নীতি প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা দেবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন