Friday, December 5, 2025

বাইপাইলে মাইনর ভূমিকম্প রেকর্ড, উৎপত্তিস্থল পলাশ: তথ্য সংশোধন করল আবহাওয়া অধিদফতর


ছবিঃ সংগৃহীত

আসিফে মাহমুদ, স্টাফ রিপোর্টার 


নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই মাইনর ভূমিকম্প রেকর্ড করা হয়।


আবহাওয়া অফিস জানায়, এটি আকারে ছোট ধরনের ভূমিকম্প হলেও নরসিংদীর পলাশ এলাকায় এর উৎপত্তিস্থল শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে উৎপত্তিস্থল সাভারের বাইপাইল এলাকায় উল্লেখ করা হলেও পরবর্তীতে বিশ্লেষণগত ত্রুটি শনাক্ত হওয়ায় তথ্য সংশোধন করে প্রতিষ্ঠানটি।


এ বিষয়ে আবহাওয়া অধিদফতর জানায়, প্রাথমিক তথ্যের ভিত্তিতে উৎপত্তিস্থল বাইপাইল এলাকা উল্লেখ করা হয়েছিল। পরে বিস্তারিত বিশ্লেষণের পর দেখা যায়, কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর পলাশে। বিষয়টি সংশোধন করে গণমাধ্যমকে জানানো হয়েছে।


এর মাত্র ২৪ ঘণ্টা আগে, শুক্রবার সকালে ঢাকার পূর্বদিকে ১৪ কিলোমিটার দূরে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবন কাঁপতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।


পরপর দুই দিনে দুটি ভূমিকম্প রেকর্ড হওয়ায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ছোট মাত্রার কম্পন ভূ-চাপ কমাতে সহায়ক হতে পারে। তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন