Friday, December 5, 2025

রাজধানীসহ দেশে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১০, আহত কয়েকশ; বিশেষজ্ঞদের সতর্কবার্তা বড় বিপদের


ছবিঃ সংগৃহীত

আসিফ মাহমুদ ,স্টাফ রিপোর্টার PNN


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে মাঝারি মাত্রার হলেও উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে হওয়ায় কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পনটি পুরো দেশকে নাড়িয়ে দেয়।


হঠাৎ ঘটে যাওয়া এই ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন জেলায় বহু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। দেয়াল ধসে, সিঁড়িঘর ভেঙে এবং আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আহতদের ভিড় দেখা যায়।


এটি সাম্প্রতিক সময়ে দেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভে চাপ দ্রুত বাড়তে থাকায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি আরও তীব্র হচ্ছে।


ভূমিকম্প বিশেষজ্ঞদের উদ্বেগ

বাংলাদেশ ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল—এমন মন্তব্য বিশেষজ্ঞদের। তাদের মতে, আসাম ফল্ট, ডাউকি ফল্ট ও মিয়ানমারের সেগাইং ফল্টের চ্যুতি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বাড়ছে। এতে ভূগর্ভে শক্তি সঞ্চয় বেড়েছে, যা যেকোনো সময় আরও বড় ধাক্কা দিতে পারে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন আখতার জানান, কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে—ভারতীয় প্লেট পূর্বদিকে এবং বার্মা প্লেট পশ্চিমদিকে ধাবিত হচ্ছে। বার্মা প্লেটের নিচে ভারতীয় প্লেট তলিয়ে যাচ্ছে, যাকে সাবডাকশন জোন বলা হয়। জিপিএস পরিমাপ অনুযায়ী প্রতি বছর ১ থেকে দেড় মিটার পর্যন্ত সংকোচন ঘটছে।


তার মতে, এ অঞ্চলে ইতোমধ্যে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি সঞ্চিত রয়েছে। সাম্প্রতিক এই ৫.৭ মাত্রার ভূমিকম্প গত ৩০ বছরে দ্বিতীয়বার অনুভূত হলো—এটি ঝুঁকি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তিনি।


বিশেষজ্ঞদের আশঙ্কা—যেকোনো সময় ৬ থেকে ৭ মাত্রা বা তারও বেশি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। তারা ভবন কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে দ্রুত সংস্কার, জরুরি প্রস্তুতি বাড়ানো, ফায়ার সার্ভিস–সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি এবং ভূমিকম্প মহড়া জোরদারের আহ্বান জানিয়েছেন। এদিকে জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। রাজধানীর বহু স্থাপনায় ফাটল দেখা যাওয়ার পর বাসিন্দারা ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু করেছে। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন