Tuesday, October 14, 2025

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সারাদিন ব্যাপী হরতাল


ছবিঃ বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল চলছে(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বাগেরহাট:

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলা জুড়ে সারাদিন হরতাল পালিত হচ্ছে। জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে অনুষ্ঠিত এই হরতালে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ ৪৮টি দূরপাল্লার রুট এবং আন্তজেলা রুটের সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।

হরতালের কারণে জেলার সব উপজেলা সদর ও পৌর শহরে সর্বাত্মক পরিবহন বন্ধ থাকায় মোংলা বন্দরের মালামাল পরিবহণও অচল হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা অফিস ও সরকারি অফিসও বন্ধ রয়েছে।

জেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জেলা সদর ও উপজেলা প্রশাসনিক অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি আসন নির্ধারণ করে। এতে ক্ষুব্ধ হয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল ঘোষণা করেছে। আহ্বায়ক এম এ সালাম বলেন, “চারটি আসন পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, “যেকোনো প্রতিবন্ধকতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন