Friday, December 5, 2025

আওয়ামী লীগের বিচার দাবিতে আজ ঢাকায় এনসিপির গণমিছিল


ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার | PNN:

জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল সাড়ে ৩টায় বাংলামোটর মোড় থেকে মিছিলটি শুরু হয় বলে জানিয়েছে দলটি।

শুক্রবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাইয়ের ঘটনার বিচার কার্যকর এবং আওয়ামী লীগসহ তাদের জোটশরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরা হবে। মিছিল পরিচালনার নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের পর এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি পুনর্ব্যক্ত করেন। এর ধারাবাহিকতায় দলটি রাজধানীতে বৃহত্তর কর্মসূচিতে নামছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই দাবিতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি করেছে আরও কয়েকটি দল ও সংগঠন। বিশেষ করে গণঅধিকার পরিষদ আওয়ামী লীগের বিভিন্ন জোটসঙ্গীকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে একাধিক কর্মসূচি পালন করেছে। সেইসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও তুলেছে এনসিপি।

রাজনৈতিক চাপ ও ধারাবাহিক আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকার সম্প্রতি আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আজকের গণমিছিলটি চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন