- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকার সাভারের আশুলিয়ায় ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় একটি সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত এবং শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম গোলাম রাব্বানী (৫০)। তিনি ওই বাড়ির ভাড়াটে এবং বাড়ির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
পাঁচজন আহতের মধ্যে রয়েছেন রাব্বানীর স্ত্রী ফারিয়া বেগম রত্না (৪৫), মেয়ে ইশরাত জাহান রিয়া (১৮), বাড়ির মালিকের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫), ছেলে মো. রোহান (৭) এবং সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা শ্রমিক ইমান আলী (৪৫)। গুরুতর আহত ইমান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ট্যাংক পরিষ্কারের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দেয়াল ও টিনের চাল ভেঙে পড়ে এবং একটি ঘর সম্পূর্ণ ধসে যায়। ঘটনার সময় ঘটনাস্থলেই গোলাম রাব্বানী মারা যান।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানিয়েছেন, স্ল্যাব বসিয়ে নির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের চাপ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাননান বলেন, নিহতের পরিবারের আবেদন মেনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।