Tuesday, October 14, 2025

চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল সরব


ছবিঃ চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের নেতাকর্মীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বামপন্থী ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল অভিযোগ করেছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া, জিএস প্রার্থী সুদর্শন চাকমা ও এজিএস প্রার্থী জাকিরুল ইসলাম জসিম।

অভিযোগে বলা হয়েছে, সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জিহাদ হোসাইন তার ফেসবুক আইডিতে পাহাড়ি সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যা আচরণবিধির ৫(গ) ও ১০(ক) ধারার লঙ্ঘন। এছাড়া জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা ৪(ঙ) ও ৬(জ) ধারার লঙ্ঘন।

বৈচিত্র্যের ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সুদর্শন চাকমা বলেন, “একটি ক্লাসে প্রচারণা চালানো এবং সম্প্রদায়ের পোশাক বিকৃতভাবে উপস্থাপন করা দুটি কারণে আমরা অভিযোগ করেছি। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।”

অভিযোগ প্রাপ্ত প্রার্থীরা নিজেদের বক্তব্যে জানিয়েছেন, জিহাদ হোসাইন ভিডিওর মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন এবং ভুল উপস্থাপনার জন্য ক্ষমা চেয়েছেন, আর সাঈদ বিন হাবিব দাবি করেছেন তিনি কোনো প্রচারণা চালাননি।

চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। আচরণবিধি কমিটির পরিচালক অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ বিষয়টি যাচাই করছেন। অভিযোগকারীরা ন্যায্য প্রতিকার পাবেন।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন