- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন, যিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্যজন হলেন শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০), যিনি সংগঠনটির শিমুলিয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামালকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টার দিকে শিমুলিয়ার কোনাপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে জাকির হোসেনকে আটক করা হয়।
ওসি আব্দুল হান্নান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।