Tuesday, October 14, 2025

আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আইনি নোটিশ


ফাইল ছবিঃ সংগৃহীত

আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের উদ্দেশে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে।

এছাড়া দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার প্রভাব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে নোটিশে।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে সতর্ক করে দেন, সরকার যদি ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন