- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গণতান্ত্রিক সংস্কার জোটের দুই শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বিএনপি কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে এমন গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও বিষয়টি নিয়ে স্পষ্ট আপত্তি তুলেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির দাবি, এ ধরনের কোনো আলোচনা তাদের জানানো হয়নি এবং এমন উদ্যোগ জোটের মূল দর্শনের পরিপন্থী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, “যদি সত্যিই এনসিপি বা এবি পার্টি বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার পথে এগোয়, তাহলে তা গণতান্ত্রিক সংস্কার জোটের মৌলিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তারা এটি জোটের সিদ্ধান্ত হিসেবে করতে পারে না।”
সংবাদ সম্মেলনে তিনি জোট গঠনের পটভূমি তুলে ধরে বলেন, ২০২২ সাল থেকে বিএনপি-সমর্থিত গণতন্ত্র মঞ্চের শরিক থাকলেও স্বাধীন ও সংস্কারভিত্তিক রাজনৈতিক অবস্থান ধরে রাখা সম্ভব না হওয়ায় রাষ্ট্র সংস্কার আন্দোলন সেখান থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে গত ৭ ডিসেম্বর এনসিপি ও এবি পার্টির সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার জোট গঠিত হয়।
হাসনাত কাইয়ূম জানান, নতুন জোট গঠনের অন্যতম শর্ত ছিল সংস্কার, গণতন্ত্র ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে স্বাধীন অবস্থান। তিনি বলেন, “জোটের নামের মধ্যেই একটি বার্তা ছিল। আমরা মনে করেছি জামায়াত একটি অগণতান্ত্রিক ও ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বিএনপিও সংস্কার প্রশ্নে অনাগ্রহী এবং বিভাজনমূলক অবস্থান নিয়েছে। এই দুই শক্তির বাইরে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই গণতান্ত্রিক সংস্কার জোটের যাত্রা।”
তিনি আরও বলেন, জোট গঠনের সময়ই স্পষ্ট বোঝাপড়া ছিল বিএনপি বা জামায়াতের সঙ্গে যৌথভাবে নির্বাচন বা রাজনৈতিক সমঝোতায় যাবে না এই জোট।
সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে হাসনাত কাইয়ূম বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা ছড়িয়ে পড়ায় দলের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনো আসন, পদ বা ক্ষমতার ভাগ পাওয়ার রাজনীতি করে না। জাতীয় স্বার্থ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, তার অংশ আমরা হতে চাই না।”
তিনি জানান, এনসিপি বা এবি পার্টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার কোনো আলোচনা করেনি। যদি তারা আলাদাভাবে এমন কিছু করে থাকে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত গণতান্ত্রিক সংস্কার জোট তার অংশ নয়।
জোট ভেঙে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত কাইয়ূম বলেন, “রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার কারণে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই না যে জোট ভেঙে গেছে। তবে যেসব খবর সত্য হয়, তাহলে কার্যত এই জোট আর টিকে থাকবে না।”