Tuesday, October 14, 2025

আরও সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ইউনূস


ফাইল ছবিঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে গত রোববার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে সেখানে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে মতপার্থক্য কাটেনি। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৈঠকে স্পষ্টভাবে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন এড়িয়ে অন্য কোনো পথ খোঁজা হলে তা জাতির জন্য গভীর বিপদ ডেকে আনবে।”

এদিকে, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনা ও পুলিশের লাঠিচার্জে নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার নিন্দা জানিয়েছে প্রায় সব রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার।

পরিস্থিতি মোকাবিলায় গত শনিবার অন্তর্বর্তী সরকারের এক বৈঠকে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন