- ১৩ অক্টোবর, ২০২৫
আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি গড়ে তোলেন। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে—দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শোভাযাত্রা। আগামীকাল কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি এবং ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল এক বাণীতে বলেন, দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে আইনের শাসন, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচিত, জবাবদিহিমূলক সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর পৃথক বাণীতে বলেন, অবাধ নির্বাচন ও আইনের শাসন সুদৃঢ় করলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। দুঃশাসনের অবসান ঘটিয়ে মানবিক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
প্রসঙ্গত, ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাঁর স্ত্রী খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দেন। তবে ২০১৮ সালের পর থেকে দীর্ঘ কারাভোগ ও অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই। বর্তমানে দলের কার্যক্রম পরিচালনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী তারেক রহমান।