- ১৩ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নাদিম ওই এলাকার বাসিন্দা মজিদ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা পরিবারের অন্য সদস্যরা ঘরে ছিলেন না। এই ফাঁকে নাদিম ঘরের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয় বলে দাবি পরিবারের।
প্রথমে তাঁর চাচা নাদিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহায়তায় তাকে নামিয়ে আনেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে, এমন অল্পবয়সী একজন কিশোরের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাদিম কেন এমন সিদ্ধান্ত নিল, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিশোরের পারিবারিক, মানসিক ও সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদও করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা কিশোরদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক বন্ধনের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “এমন ঘটনা আমাদের সমাজে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তুলছে।”