Monday, January 19, 2026

আগামী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে কি না অবিশ্বাসই বেশি: জাতীয় জনমত জরিপ


ছবিঃ গত ১৮ অক্টোবর জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো সই করার পর তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কি না এ বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই রয়েছে দেশের অধিকাংশ মানুষ। দেশের অর্ধেকের বেশি নাগরিক মনে করেন, নির্বাচিত সরকার সনদটি কীভাবে বা আদৌ বাস্তবায়ন করবে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

প্রথম আলোর উদ্যোগে পরিচালিত ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ–২০২৫’ এ উঠে এসেছে এই চিত্র। জরিপটি সম্পাদন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড।

জরিপ অনুযায়ী, ৫৭ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা মনে করেন পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে কি না, তা বলা কঠিন। ৪ দশমিক ৩০ শতাংশ নিশ্চিত যে সনদটি বাস্তবায়ন হবে না। ১২ দশমিক ৬০ শতাংশ মনে করেন, বাস্তবায়ন হলেও তা হবে ‘সামান্য’ পর্যায়ে।

অন্যদিকে ১৯ দশমিক ২০ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, নির্বাচিত সরকার সনদের আংশিক বাস্তবায়নে যেতে পারে। কেবল ৬ দশমিক ৬০ শতাংশ মনে করেন, সনদের পূর্ণ বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ মোট ২৫ দশমিক ৮০ শতাংশ নাগরিক মনে করেন কিছু না কিছুভাবে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা হিসেবে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। দীর্ঘ আলোচনার পর গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন দলের নেতারা দলিলটিতে স্বাক্ষর করেন।

তবে সনদের কাঠামো, উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, গণভোটের সময়সূচি এসব বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলের মধ্যে সুস্পষ্ট মতপার্থক্য রয়েছে। এই মতবিরোধের মধ্যেই গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫’ জারি করেন। আদেশে বলা হয়, জাতীয় নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে এবং সংসদের উচ্চকক্ষ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে।

জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪৮টি সংবিধান–সম্পর্কিত, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সংসদের কাঠামোগত পরিবর্তনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব।

জরিপে ঢাকা, চট্টগ্রামসহ ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা–শহরাঞ্চলের ১ হাজার ৩৪২ জন প্রাপ্তবয়স্ক মানুষের মতামত সংগ্রহ করা হয় যাঁরা পত্রিকা পড়েন এবং যাঁদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের তথ্য সংগ্রহ হয় গত ২১–২৮ অক্টোবর। গবেষকরা জানিয়েছেন, এটি একটি জাতীয় চিত্র তুলে ধরলেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নির্ভরযোগ্যতা মাত্রা ৯৯ শতাংশ

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন