- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদের সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, সনদের অংশবিশেষ নয়, বরং পুরোটা একযোগে বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচন অপরিহার্য।
গতকাল শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। সেখানে বলা হয়, “কোন প্রস্তাব অবিলম্বে কার্যকর হবে আর কোনটি পরে, সেই অস্পষ্টতা আমরা মানি না। জুলাই সনদের প্রতিটি সুপারিশ এখনই বাস্তবায়ন করতে হবে।”
এনসিপির অবস্থান অনুযায়ী, সনদের সব সিদ্ধান্তকে সংবিধানে অন্তর্ভুক্ত করার স্পষ্ট প্রক্রিয়া খসড়ায় উল্লেখ করা হয়নি। তারা বলছে, রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রণীত এই সনদকে শুধু ঘোষণায় সীমাবদ্ধ রাখা যাবে না; সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
অন্যদিকে বিএনপি মনে করে, কিছু সংস্কার অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব হলেও সংবিধান সংশোধন সংশ্লিষ্ট বিষয়গুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে তা খারাপ নজির তৈরি করবে।
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনও নির্বাচনের আগেই সংস্কার কার্যকর করার পক্ষে জোর দিচ্ছে। বিশেষ করে তারা সংখ্যানুপাতিক (পিআর) ভোটপদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছে।
ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিএনপিসহ ২৩টি দল খসড়া নিয়ে মতামত দিয়েছে। তবে জামায়াত ও ইসলামী আন্দোলন চূড়ান্ত মত জমা দেয়নি। কমিশনের আজকের বৈঠকে দলগুলোর মতামত পর্যালোচনা ও সম্ভাব্য সংযোজন-বিয়োজন নিয়ে আলোচনা হবে। পরে বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ করা হবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “আগামী নির্বাচনের আগেই মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না।”