Tuesday, October 14, 2025

৯ পুলিশ পরিদর্শককে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর


প্রতীকী ছবিঃ বাংলাদেশ পুলিশ (সংগৃহীত)

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে যাওয়া কর্মকর্তারা অতীতে বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—বগুড়ার এপিবিএন-৪ এর পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ রিজার্ভ অফিসের এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর আ. কুদ্দুছ ফকির, ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের মামুন অর রশিদ, সিআইডি মৌলভীবাজারের নুরুল ইসলাম, নৌ পুলিশের যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির মো. কামাল হোসেন, কুলাউড়া রেলওয়ে থানার মো. সেলিমুজ্জামান এবং টাঙ্গাইলের মধুপুর সার্কেলের আবু বকর সিদ্দিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে এবং বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব সুবিধা পাবেন। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন