- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারিশ প্রক্রিয়া থাকবে না। পরিবর্তে চূড়ান্ত নিয়োগের সুপারিশ সরাসরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে।
এনটিআরসিএয়ের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, “এবারের নিয়োগে প্রাথমিক সুপারিশ বাতিল করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত দায়িত্ব এবার এনটিআরসিএয়ের কাছে থাকবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।”
এবারের শিক্ষক নিয়োগে ৬৭ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে। এনটিআরসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এবার প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের এই পরিবর্তিত পদ্ধতি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং মানসম্মত শিক্ষক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।