Tuesday, October 14, 2025

৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত


ছবিঃ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস (সংগৃহীত । ইন্টারনেট)

আবহাওয়া অফিস দেশের ৬টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

অন্য এক পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে সপ্তাহজুড়ে এমন আবহাওয়া থাকতে পারে। তাই উপকূল এবং নদীবন্দর সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন