Tuesday, October 14, 2025

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু


ছবিঃ তিন ম্রো নারীর মৃত্যুদেহ (সংগৃহীত । ঢাকা টাইম )

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা তুমলে (১৭), উরকান (৭১) এবং রওলেং ম্রো (৩৫)।

পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে বিভিন্ন ঘরের বৈদ্যুতিক লাইনে আগুনের ফুল্‌কি দেখা দেয়। সেই মুহূর্তে ঘরের বাতি বা ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে সেখান থেকে তারে জড়িয়ে তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন। তাঁদের মধ্যে একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে এবং অপর দু'জনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন