- ১৩ অক্টোবর, ২০২৫
কানাডার টরন্টোভিত্তিক এআই প্রতিষ্ঠান কোহিয়ার বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে তারা নতুন বিনিয়োগে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। এই তহবিল সংগ্রহের মাধ্যমে কোম্পানিটির বাজারমূল্য এক লাফে বেড়ে হয়েছে ৬.৮ বিলিয়ন ডলার। এক বছর আগে একই পরিমাণ বিনিয়োগ সংগ্রহের সময় তাদের মূল্যায়ন ছিল ৫.৫ বিলিয়ন ডলার।
২০১৯ সালে প্রতিষ্ঠিত কোহিয়ারের সহ-প্রতিষ্ঠাতা এডান গোমেজ “Attention Is All You Need” শীর্ষক গবেষণাপত্রের অন্যতম লেখক, যা আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ভোক্তামুখী মডেলের পরিবর্তে তারা সবসময়ই নিরাপদ, প্রতিষ্ঠানমুখী ভাষা মডেল (LLM) সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছে।
কোহিয়ার ইতোমধ্যেই ওরাকল, ডেল, বেল, ফুজিৎসু, এলজি সিএনএস, এসএপি এবং রয়্যাল ব্যাংক অব কানাডার মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে হেলথকেয়ার অব অন্টারিও পেনশন প্ল্যান। প্রতিষ্ঠানটির প্রেস বিজ্ঞপ্তিতে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাজারে নিরাপত্তা-কেন্দ্রিক এন্টারপ্রাইজ এআই-এর চাহিদা এখনও পর্যাপ্তভাবে পূরণ হচ্ছে না।
শুধু বিনিয়োগ নয়, কোহিয়ার এআই শিল্পের শীর্ষ প্রতিভাও দলে ভিড়াচ্ছে। সম্প্রতি তারা মেটার দীর্ঘদিনের গবেষণা প্রধান জোয়েল পিনিও-কে প্রধান এআই কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে নতুন অর্থ পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ফ্রাঁসোয়া চ্যাডউইক, যিনি আগে উবারে আর্থিক বিভাগের দায়িত্বে এবং শিল্ড এআই-এর সিএফও ছিলেন।
নতুন বিনিয়োগ রাউন্ডের নেতৃত্ব দিয়েছে র্যাডিকাল ভেঞ্চারস এবং ইনোভিয়া ক্যাপিটাল। অংশ নিয়েছে পূর্ববর্তী বিনিয়োগকারীদের মধ্যে এএমডি ভেঞ্চারস, এনভিডিয়া ও সেলসফোর্স ভেঞ্চারস। তবে আগের বিনিয়োগকারী ওরাকল এবার তালিকায় নেই, যদিও কোম্পানি এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এ বিনিয়োগে কোহিয়ার আরও বিস্তৃতভাবে এন্টারপ্রাইজ-উপযোগী নিরাপদ এআই সমাধান তৈরির পথে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।